হোম > বিশ্ব > এশিয়া

ভিয়েতনামে ‘বিউটি কুইন’ গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

নগুয়েন থুক থুই তিয়েন। ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।

মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।

নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।

২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন নগুয়েন থুক থুই তিয়েন। ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।

গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।

২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার