হোম > বিশ্ব > এশিয়া

৫০ যাত্রী নিয়ে নিখোঁজ রুশ উড়োজাহাজ, মিলল ধ্বংসাবশেষ

আজকের পত্রিকা ডেস্ক­

আমুর এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ মিলেছে বলে জানা গেছে। ছবি: আল-জাজিরা

রাশিয়ার একটি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। পরে সেই যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া রুশ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাঠামোতে আগুন লাগার খবর পাওয়া গেছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে পাওয়া গেছে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে গন্তব্যের কাছাকাছি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী—উড়োজাহাজটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তবে জরুরি পরিষেবা মন্ত্রণালয় আরোহীর সংখ্যা কিছুটা কম, প্রায় ৪০ জন বলে জানিয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন আরোহী বহনকারী একটি রুশ যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২