হোম > বিশ্ব > এশিয়া

‘কাজের বিনিময়ে খাদ্যে’ জোর তালেবানের

কিছুদিন ধরে কাবুলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে গম দিচ্ছে তালেবান। এবার ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি সারা দেশে চালুর ঘোষণা দিল তালেবানের কৃষি মন্ত্রণালয়। অর্থসংকটের কারণে দেশটি এমনটি করছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে তালেবান। এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন হিসেবে গম দিচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানোর পর তালেবান পক্ষ থেকে এ কথা জানা গেল। 

দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফজেল বারি ফাজলি বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে ১৮ টন গম পেয়েছি। তারা আরও ৩৭ টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত থেকে ৫৫ টন গম পাওয়ার চেষ্টা করছি।’ 

গত বছরের আগস্টে তালেবানে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির প্রায় সাড় নয় শ কোটি ডলার আটকে আছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করে। সংস্থাগুলো এসব সহায়তা কার্যক্রম তালেবানকে এড়িয়ে পরিচালনা করছে। 

 তালেবান পক্ষ থেকে এই ঘোষণা দেশটির ভঙ্গুর অর্থনীতির পরিচায়ক। বিবিসি জানায়, ভারতের কাছ থেকে পাওয়া গম দিয়েই এখন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। দেশটির ৪০ হাজার সরকারি কর্মীকে দিনে ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে এখন। 

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র খালিদ বালতি গত মঙ্গলবার নানগারহার প্রদেশে নিহত হয়েছেন। অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকারের সঙ্গে গ্রুপটির সম্প্রতি অস্ত্র বিরতির আলোচনা চলার মধ্যে এ ঘটনা ঘটল। ৪০ বছর বয়সী বালতির হত্যাকাণ্ড ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২