হোম > বিশ্ব > এশিয়া

পদত্যাগ করার পরদিনই ফের দায়িত্বে শ্রীলঙ্কার সেই অর্থমন্ত্রী 

দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। 

পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। 

গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব। 

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে। 

বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 

বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে। 

আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা। 

 ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭