হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের ভ্রমণ ফি আপাতত বাড়ছে না

আজকের পত্রিকা ডেস্ক­

পর্যটকদের ওপর ফি আরোপের সিদ্ধান্ত থেকে সরে এল থাই সরকার। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটিতে বিদেশি পর্যটকদের জন্য নতুন ভ্রমণ ফি চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে। স্থানীয়ভাবে যেটি ‘খা ইয়েপ প্যান দিন’ অর্থাৎ—থাইল্যান্ডের মাটিতে পা রাখার ফি নামে পরিচিত। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিদেশিদের জন্য নতুন ভ্রমণ ফি প্রথমে ২০২৫ সাল থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ড। পরে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নির্ধারিত সময়ে কার্যকর করা হচ্ছে না।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাক্রপোল তাংসুত্তিথাম গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সরাওয়ং থিয়েনথং বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান সময় ফি চালুর জন্য উপযুক্ত নয়। চলমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাক্রপোল বলেন, ‘২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে আসন্ন পর্যটন মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ কেমন থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে।’

ভ্রমণের মাধ্যম—স্থল, জল, রেল বা আকাশ—অনুযায়ী কত ফি ধার্য হবে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে কবে থেকে নতুন ফি নির্ধারণ করা হবে তা কেউ বলতে পারেনি।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড