ইসলামি পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীরা আর বিশ্ববিদ্যালয়ে ক্লাসে অথবা কাজে ফিরতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নিযুক্ত কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) মোহাম্মদ আশরাফ ঘাইরাত। গত সোমবার একটি টুইট বার্তায় তিনি এমনটি জানিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
টুইট বার্তায় কাবুল বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, যতদিন প্রকৃত ইসলামি পরিবেশ সবার জন্য তৈরি করা সম্ভব না হয়, তত দিন মেয়েদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করতে দেওয়া হবে না। সর্বপ্রথম ইসলাম।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে তুলনামূলক স্বাধীনভাবে কিছু নারী কর্মী কাবুল বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলেন, তারা তালেবানের নতুন আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন।
কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন নারী প্রভাষক বলেন, পবিত্র এই স্থানে ইসলামবিরোধী কোনো কিছুই ছিল না। প্রেসিডেন্ট, শিক্ষক, প্রকৌশলী, এমনকি মোল্লারাও এখানে প্রশিক্ষিত এবং তারা সমাজের জন্য উপহার।
গত ২২ সেপ্টেম্বর পিএইচডি ডিগ্রিধারী ভিসি মুহাম্মাদ ওসমান বাবুরিকে সরিয়ে বিএ পাস ডিগ্রিধারী মোহাম্মদ আশরাফ ঘাইরাত নিয়োগ দেয় তালেবান। এরপরই কাবুল বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭০ জনের মতো শিক্ষক পদত্যাগ করেন।