হোম > বিশ্ব > ভারত

ভারতের উত্তরাখন্ডে বাংলাদেশিসহ ২৫ ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তরাখণ্ডে ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার। ফাইল ছবি

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখন্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাঁদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তাঁর বাড়ি ঢাকার টাঙ্গাইল জেলায়। তাঁকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।

পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেরাদুন পুলিশ

আরও খবর পড়ুন:

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি