হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ৩৩

উগান্ডার রাজধানী কাম্পালায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এ ছাড়া হামলার ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ ভবন ও পুলিশ স্টেশনের কাছে তিনজন হামলাকারী বিস্ফোরণ ঘটনায়। হামলাকারীরা মোটরবাইকে চড়ে আসে। ধারণা করা হচ্ছে, এই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে। 

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের অন্যান্য জায়গায় আরও বোমা পাওয়া গেছে। 

পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেছেন, ‘এখনো আরও হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আত্মঘাতী হামলার আশঙ্কা রয়েছে।’ 

এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯