হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

ব্লাড ক্যানসারে লাগবে না কেমোথেরাপি, দাবি ভারতীয় বিজ্ঞানীদের

ব্লাড ক্যানসার নির্মূলে বিকল্প ও কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে পাওয়ার দাবি করেছেন ভারতীয় চিকিৎসকেরা। তাঁদের দাবি, এই পদ্ধতিতে কেমোথেরাপি ছাড়াই অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া (এপিএল) পুরোপুরিভাবে সারিয়ে তোলা সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের চিকিৎসক দল এ দাবি করেছে। প্রায় ১৫ বছর ধরে এ বিষয়ে গবেষণা করেছেন তাঁরা। এ বিষয়ে ব্রিটিশ জার্নাল অব হেমাটোলজিতে তাঁদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। 

গবেষণায় দাবি করা হয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে এ ধরনের ক্যানসারের ক্ষেত্রে কোনো কেমোথেরাপি ছাড়াই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যেসব রোগী অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তাঁদের ক্ষেত্রে কেমোথেরাপির পাশাপাশি এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। 

গবেষণাটিতে ২৫৬ জন এপিএল ক্যানসার রোগী অংশ নেন। অংশ নেওয়ার সাত দিনের মধ্যে ২৫ রোগীর মৃত্যু হলে তাঁদের গবেষণা থেকে বাদ দেওয়া হয়। বাকি সবাই এই পদ্ধতির চিকিৎসায় পুরোপুরি সেরে ওঠেন। বর্তমানে এপিএল ধরনের ক্যানসারের চিকিৎসায় শুধু কেমোথেরাপি ব্যবহার করা হয়। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

ব্রিটিশ জার্নাল অব হেমাটোলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, ‘আমাদের সমীক্ষা দেখায় যে, এটিও বা আর্সেনিক ট্রাইঅক্সাইড এবং এটিআরএ বা অল-ট্রান্স রেটিনোয়িক এডিসের (ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত এক ধরনে ওষুধ) সংমিশ্রণটি অতিরিক্ত কেমোথেরাপি ছাড়াই এর সব ধরনের ঝুঁকির চিকিৎসার জন্য কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।’

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

পুরুষদের টাক সমস্যার সমাধান মিলল ৫ বছর আগের এক ব্রণের ওষুধে

চোখের যেসব রোগ পুরুষদের বেশি হয়

বিশ্বে প্রথমবারের মতো জিন থেরাপিতে সুস্থ বিরল রোগে আক্রান্ত অলিভার

সংগীত ওষুধের কাজ করে—দাবি মস্তিষ্ক বিজ্ঞানীদের

প্রজনন স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে শহুরে জীবন, বলছেন বিজ্ঞানীরা

মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ডা. ফাহিমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে ঘুম হারাচ্ছেন বাংলাদেশি তরুণেরা: গবেষণা

শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ