হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

বায়ুদূষণে বাংলাদেশিদের প্রত্যাশিত আয়ু কমতে পারে প্রায় ৭ বছর

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের প্রত্যাশিত আয়ু কমে যেতে পারে পাঁচ বছরেরও বেশি। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই অঞ্চলের বায়ুদূষণের সঙ্গে প্রত্যাশিত আয়ুর সম্পর্ক নিয়ে গবেষণার ভিত্তিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স অনুসারে, বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলগুলোর একটি হলো এই দক্ষিণ এশিয়া। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষের আয়ু কমেছে, তার অর্ধেকই এই অঞ্চলের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপালে।

গবেষণায় বলা হয়েছে, দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির হার এই অঞ্চলের বায়ুদূষণের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে। যার ফলে এই অঞ্চলের বায়ুমান অনেক নেমে গেছে। এই অঞ্চলে পার্টিকুলেট পলিউশন বা কণাদূষণ (বায়ুতে বিভিন্ন দূষক পদার্থের কণার উপস্থিতি) চলতি শতকের শুরুর দিকে যা ছিল তার চেয়ে ৫০ শতাংশ বেশি হয়েছে, যা এই অঞ্চলে সবচেয়ে বড় স্বাস্থ্যগত হুমকি তৈরি করেছে।

গবেষণা বলছে, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে বায়ুদূষণের কারণে গড়ে ৬ দশমিক ৮ বছর করে প্রত্যাশিত আয়ু কমতে পারে, যেখানে একই কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের আয়ু কমতে পারে মাত্র ৩ দশমিক ৬ মাস। 

গবেষণায় আরও বলা হয়েছে, ২০১৩ সালের পর বিশ্বে যে পরিমাণ বায়ুদূষণ বেড়েছে, তার ৫৯ শতাংশই হয়েছে ভারতে, যা দেশটির মানুষের প্রত্যাশিত আয়ুকে কমিয়ে দিয়েছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী নয়াদিল্লি। বায়ুদূষণের কারণে এই মেগা সিটির বাসিন্দাদের গড় প্রত্যাশিত আয়ু কমতে পারে ১০ বছরেরও বেশি।

বাংলাদেশে আয়ু কমার আশঙ্কা থাকলেও পাকিস্তানিদের আয়ু বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেপালিদের আয়ুও বাড়তে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। 

দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্যতম জনবহুল দেশ চীন ২০১৩ সাল থেকে ২০২১ সালের মধ্যে বায়ুদূষণের হার ৪২ দশমিক ৩ শতাংশ কমিয়ে আনতে কাজ করেছে।

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

পুরুষদের টাক সমস্যার সমাধান মিলল ৫ বছর আগের এক ব্রণের ওষুধে

চোখের যেসব রোগ পুরুষদের বেশি হয়

বিশ্বে প্রথমবারের মতো জিন থেরাপিতে সুস্থ বিরল রোগে আক্রান্ত অলিভার

সংগীত ওষুধের কাজ করে—দাবি মস্তিষ্ক বিজ্ঞানীদের

প্রজনন স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে শহুরে জীবন, বলছেন বিজ্ঞানীরা

মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে ডা. ফাহিমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ডুবে ঘুম হারাচ্ছেন বাংলাদেশি তরুণেরা: গবেষণা

শিশু-কিশোরদের মধ্যেও বাড়ছে উচ্চ রক্তচাপ