হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

সাইনাস অপারেশনে অবসাদ দূর হয়

অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী

সাইনোসাইটিস একটি সাধারণ রোগ। বিভিন্ন জীবাণুর কারণে এ রোগ হয়। এই রোগে আক্রান্ত হলে রোগীরা মাথাব্যথা ও অন্যান্য উপসর্গের সঙ্গে দীর্ঘমেয়াদি অবসাদে ভুগে থাকে। একই সঙ্গে তাদের মুখমণ্ডলে ব্যথা থাকে, নাক বন্ধ থাকে, রোগীরা অতি ক্লান্তিতে ভোগে। এ ছাড়া কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের বোস্টনের একদল চিকিৎসক পর্যবেক্ষণ করে পেয়েছেন, অপারেশনের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা সাইনাস রোগীদের কর্ম সামর্থ্য বাড়িয়ে দেয়। ব্রাইহাম ও উইমেন্স হাসপাতালের বিশিষ্ট লেখক ড. নীল ভট্টাচার্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, সেন্ট লুইস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এবং ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির গবেষকদের সঙ্গে ৩ হাজার ৪২৭ জন রোগী নিয়ে ২৮টি সমীক্ষা করেন। তাতে দেখা গেছে, সাইনাস অপারেশনের আগে যারা অতি ক্লান্তি প্রকাশ করত, তাদের শক্তি ও সামর্থ্য ফিরে এসেছে। তবে সেটা প্রায় এক বছর পর। গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে জনপ্রিয় জার্নাল লেরিংগোস্কোপে। সাইনাস অপারেশনের পর রোগীর ক্লান্তি দূর হয়ে স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ডে ফিরে যাবে—ড. ভট্টাচার্য ও তাঁর দলের গবেষণা এ কথাই বলছে।

আমাদের দেশেও অনেক সাইনাসের রোগী আছে। বর্তমানে দেশে সাইনাসের আধুনিক চিকিৎসা, যেমন ফাংশনাল এন্ডোসকোপিক সাইনাস সার্জারি বা এফইএসএস হচ্ছে নিয়মিত। এ ধরনের অপারেশনে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নেই এবং অপারেশনের ফলও সন্তোষজনক। তবে এফইএসএসের জন্য আধুনিক সেটআপ ও দক্ষ সার্জন দরকার হয়। এখন বাংলাদেশের প্রায় সব বড় হাসপাতালে এই অপারেশন হচ্ছে। সময়মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে সাইনাস রোগে অনেক ভালো থাকা যায়।

অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইএনটি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়

তরুণদের ডায়াবেটিস এক অশনিসংকেত

গলাব্যথার সবচেয়ে অবহেলিত কারণ টনসিলোফ্যারিঞ্জাইটিস

বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবসে পিসিএসবি’র বিশেষ আয়োজন

দেশে বাড়ছে অ্যানথ্রাক্স সংক্রমণ, সতর্ক থাকবেন যেভাবে