কারও কারও শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত চর্বি দেখা যায়। সাধারণত ওজন কমানো হয় ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে। তবে অনেকে সার্জিকেল অপারেশনের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত চর্বি অপসারণ করে ওজন কমিয়ে থাকেন। ওজন কমানোর সার্জিকেল এই পদ্ধতির নাম লাইপোসাকসন। চর্বি অপসারণ করে শরীরের আকার সুন্দর করে বলে এটিকে বডি সেপিং পদ্ধতিও বলা হয়। এই পদ্ধতিতে শরীরের যে জায়গা থেকে চর্বি বের করতে হবে, সেখানে আধা ইঞ্চি জায়গা অবশ করে একটি সরু নল ঢুকিয়ে মেশিন দিয়ে টেনে চর্বি বের করা হয়।
যেখান থেকে চর্বি বের করা হয়
যে বিষয়গুলো জানতে হবে
লাইপোসাকসনের পর করণীয়
অপারেশনের আগে যা করতে হবে