হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

থাইরয়েড হরমোন স্বল্পতার লক্ষণ

ডা. মো. মাজহারুল হক তানিম

থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের অংশে থাকে। এই গ্রন্থি থেকে যে হরমোন নির্গত হয়, তা শরীরে চালিকাশক্তি জোগায়। প্রতিটি অঙ্গে শক্তি সরবরাহ করে থাইরয়েড। হৃৎস্পন্দনের গতি ও পরিপাকতন্ত্রের কাজও নিয়ন্ত্রণ করে এটি। প্রয়োজনের তুলনায় হরমোন কম থাকলে স্বাভাবিক চলাফেরার গতি কমে যায়। রক্ত পরীক্ষা করলে বা লক্ষণ প্রকাশ পেলে তবেই থাইরয়েড ধরা পড়ে।

শরীরে থাইরয়েড হরমোন কম থাকার কারণে হাইপোথাইরয়েডিজম হয়। যে কারও এ রোগ হতে পারে। তবে পুরুষদের তুলনায় নারীদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১০ গুণ বেশি। মধ্যবয়সী ও বয়স্ক নারীদের মধ্যে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি।

লক্ষণ

•    ওজন বেড়ে যাওয়া
•    শীত অনুভূত হওয়া
•    অনিয়মিত মাসিক
•    কোষ্ঠকাঠিন্য
•    গর্ভধারণে সমস্যা
•    শরীর ব্যথা
•    শুষ্ক ত্বক
•    হাত-মুখ ফুলে যাওয়া

ওপরের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

যা জানতে হবে

•    শিশুরা হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত হলে কম উচ্চতা, বুদ্ধির বিকাশ দেরিতে হওয়া, কানে কম শোনা, খাবার কম খাওয়ার সমস্যা দেখা দিতে পারে। 
•    শরীরে থাইরয়েড হরমোন কম থাকলে গর্ভবতী নারীদের খিঁচুনি, সময়ের আগেই প্রসব, প্রসবের সময় বেশি রক্তপাত হতে পারে। 
•    সারা জীবন ওষুধ খেতে হবে কি না, তা হাইপোথাইরয়ডিজমের কারণের ওপর নির্ভর করে। সব ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেতে হয় না।
•    এ রোগে কাঁচা বাঁধাকপি সালাদ হিসেবে খাওয়া যাবে না। তবে রান্না করে খেলে কোনো সমস্যা নেই।
•    হাইপোথাইরয়েডিজম প্রতিরোধের জন্য পর্যাপ্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করতে হবে। 

লেখক:  ডায়াবেটিস, মেডিসিন, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ কনসালট্যান্ট, এনাম মেডিকেল কলেজ

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়

তরুণদের ডায়াবেটিস এক অশনিসংকেত

গলাব্যথার সবচেয়ে অবহেলিত কারণ টনসিলোফ্যারিঞ্জাইটিস

বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবসে পিসিএসবি’র বিশেষ আয়োজন