দেখা দিয়েছে নতুন করোনা ভ্যারিয়েন্ট। এই সময়ে ওষুধের পাশাপাশি সঠিক ও পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। একমাত্র পুষ্টিসমৃদ্ধ খাবারই পারে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে।
যা করতে হবে
আয়রনসমৃদ্ধ খাবার
শাকসবজি: পালংশাক, কচুশাক, ব্রকলি
ডাল ও বীজজাতীয় খাবার: মটরশুঁটি, মসুর ডাল, রাজমা, ছোলা
মাংস ও মাছ: লাল মাংস (যেমন গরুর মাংস), মুরগির মাংস, ডিম, কলিজা, চিংড়ি
শুকনা ফল: কিশমিশ, খেজুর, অ্যাপ্রিকট
বাদাম: কাজু, কাঠবাদাম
লেখক: ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, এভারকেয়ার হসপিটাল