হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

গ্যাস্ট্রিক সমাধানে যা মানবেন

ডা. অরুনাংশু রাহা অলক

ঢাকা: অ্যাসিডিটি একটি সাধারণ সমস্যা। দেশের মোট জনগোষ্ঠীর এক বড় অংশ এ সমস্যায় ভুগে থাকেন। এ জন্য অনেকেই অনেক ধরনের ওষুধ সেবন করেন। কিন্তু জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

গ্যাস্ট্রাইটিস-এর উপসর্গ
• পেটের ওপরের অংশে ব্যথা হবে।
বুক জ্বালাপোড়া করবে।
• খাবারের আগে-পরে পেট ব্যথা হতে পারে।
• খাবারের সময় বুকে কিছু আটকে আছে—এমন অনুভব হবে।
• ঢেকুর আসবে।
• বমি বমি ভাব থাকবে এবং খাবারের চাহিদা কমে যাবে।
• অল্প খাবারেই পেট ভরে গেছে মনে হবে।

মেনে চলুন এই নিয়মগুলো, তাহলে সম্ভব এই সমস্যা থেকে মুক্তি পাওয়া।

• অতিরিক্ত তৈলাক্ত খাবার পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলাপি ইত্যাদি যতটুকু সম্ভব বাদ দিতে হবে।
• একসঙ্গে অনেক বেশি খাবার খেয়ে ফেলা যাবে না। অল্প অল্প করে অনেকবার খাওয়া যেতে পারে।
• খাবারের পরে হাঁটাহাঁটি করুন।
• অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য রাতের খাবার শোয়ার এক ঘণ্টা আগে শেষ করবেন এবং খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘুমাতে হবে।
• টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে এবং এটা পাকস্থলীতে অস্থিরতা তৈরি করে। তাই টমেটো বেশি পরিমাণে না খাওয়াই ভালো।
• ঝাল খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই মরিচ কিংবা অতিরিক্ত ঝালযুক্ত খাবার পরিহার করে চলতে হবে।
• ক্যাফেইনযুক্ত খাবার, যেমন চা, কফি ইত্যাদি পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দেয়। চা, কফি ইত্যাদি পরিহার করুন।

লেখক: মেডিসিন ও গ্যাস্ট্রলিভার বিশেষজ্ঞ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়