শরীরের নির্দিষ্ট অংশ যেমন—পেট, নিতম্ব, ঊরু, হাত, ঘাড়সহ বিভিন্ন জায়গায় জমা হওয়া অতিরিক্ত চর্বি অপসারণ এখন আমাদের দেশেই সম্ভব। শরীরের নির্দিষ্ট জায়গার চর্বি দূর করে শরীরকে সুন্দর আকৃতি দিতে হলে একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেটি হলো লাইপোসাকশন। সার্জারি হলেও এতে কোনো কাটাছেঁড়া নেই। শুধু ছিদ্র করে মেশিনের সাহায্যে চর্বি টেনে বের করা হয়। অতিরিক্ত চর্বি শরীর থেকে শুষে নেওয়ার সার্জারিকেই লাইপোসাকশন বলে।
শরীরের বাড়তি ওজন বা মেদ কমাতে লাইপোসাকশন হলো অন্যতম চিকিৎসা।
কারা এটি করাতে পারে
ডায়েট বা ব্যায়ামে শরীরের যেসব স্থানের চর্বি সাড়া দেয় না, মূলত সেই সব অঙ্গের জন্য লাইপোসাকশন করা হয়ে থাকে। যাঁরা এই সার্জারির জন্য উপযুক্ত তাঁরা হচ্ছেন—
কাদের জন্য নিষেধ
আপনার লাইপোসাকশন করা উচিত কি না, তা জানতে হলে অবশ্যই আগে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিতে হবে। তবে কিছু বিষয় আছে, যেগুলো থাকলে চিকিৎসকেরা নিষেধ করে থাকেন এই সার্জারি নিতে।
ডা. এস এম বখতিয়ার কামাল, সহকারী অধ্যাপক,ঢাকা মেডিকেল কলেজ