হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

থাইরয়েডের সমস্যায় গর্ভপাত হয়

ডা. মো. মাজহারুল হক তানিম

প্রশ্ন: দিন দিন মুটিয়ে যাচ্ছি। অথচ আমার খাওয়ার পরিমাণ খুবই কম। এটা শারীরিক কোনো কারণে হচ্ছে কি না, বুঝতে পারছি না। এক বছর আগে পিল খেতাম। এখন কোনো ওষুধ খাচ্ছি না। কী করণীয়? মালেকা বেগম, চৌদ্দগ্রাম

উত্তর: থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এ ছাড়া শারীরিক কাজের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণও কারণ হতে পারে। হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন। 

প্রশ্ন: থাইরয়েড হরমোনের সঙ্গে গর্ভধারণ করতে পারা বা না পারার কি সম্পর্ক আছে? আমার হাইপার থাইরয়েডিজম আছে। গর্ভধারণ করতে পারছি না। কোন ধরনের চিকিৎসা নিতে হবে? নিলুফার তাসনিম, ঢাকা

উত্তর: হাইপার থাইরয়েডিজম ও হাইপো থাইরয়েডিজম—দুটোর কারণেই গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাঁদের থাইরয়েড ফাংশন স্বাভাবিক থাকলেও গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের থাইরয়েডের সমস্যা থাকে, তাঁদের ভ্রূণ ইমপ্লান্টেশনের সমস্যা হয়, তাই গর্ভধারণ হয় না বা হলেও মিসক্যারেজ হয়ে যায়। শুধু নারীদের নয়, পুরুষের থাইরয়েডের সমস্যা থাকলেও সন্তান নিতে সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা শুক্রাণুর গুণমান, সংখ্যা ও নড়াচড়ায় বিঘ্ন ঘটায়। হাইপার থাইরয়েডিজম থেকে গর্ভধারণে অসুবিধা হতে পারে। এই রোগে মাসিক অনিয়মিত হয়, প্রোলাক্টিন হরমোন বেড়ে গিয়ে ডিম্বাণু পরিস্ফুটনে সমস্যা করতে পারে। 
যথাযথ চিকিৎসায় হরমোনের স্তর স্বাভাবিক হলে সন্তান নেওয়া সম্ভব। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়

তরুণদের ডায়াবেটিস এক অশনিসংকেত

গলাব্যথার সবচেয়ে অবহেলিত কারণ টনসিলোফ্যারিঞ্জাইটিস

বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবসে পিসিএসবি’র বিশেষ আয়োজন