সুইস খাদ্যপ্রতিষ্ঠান নেসলে ঘোষণা করেছে, তারা ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি, সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে কিছু ব্যাচের শিশুখাদ্য ফর্মুলা প্রত্যাহার করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা তাদের এক প্রধান সরবরাহকারীর কাছ থেকে পাওয়া উপাদানে ‘মানগত সমস্যা’ শনাক্ত করেছে। নেসলে সম্ভাব্য প্রভাবিত শিশুপণ্যগুলোর উৎপাদনে ব্যবহৃত সব আরাকিডোনিক অ্যাসিড তেল ও সংশ্লিষ্ট তেল মিশ্রণের পরীক্ষা করেছে। তবে এখন পর্যন্ত এ পণ্যগুলোর কারণে কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি।
নেসলে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। নেসলে মা-বাবা ও দায়িত্বশীলদের আশ্বস্ত করেছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে প্রয়োজনে পণ্য প্রত্যাহারও রয়েছে।
নেসলে ফ্রান্স জানিয়েছে, তারা গুইগোজ ও নিডাল ব্র্যান্ডের নির্দিষ্ট ব্যাচের শিশু ফর্মুলা ‘প্রতিরোধমূলক ও স্বেচ্ছাসেবীভাবে’ প্রত্যাহার করছে। নতুন তদন্তে দেখা গেছে, পণ্যে সেরুলাইড নামের একটি টক্সিন থাকার আশঙ্কা রয়েছে, যা পাচনতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
কোম্পানি স্থানীয় ওয়েবসাইটে ওইসব পণ্যের ব্যাচ নম্বর প্রকাশ করেছে। জার্মানিতে এই পণ্যগুলো বেবা ও আলফামিনো নামে বিক্রি হয়।
নেসলে গ্রাহকদের জন্য পণ্য ফেরত দেওয়া এবং টাকা ফেরতের নির্দেশাবলি দিয়েছে, পাশাপাশি ক্রেতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে।