বর্ষাকালে এডিস মশার প্রজনন অনুকূল পরিবেশ আমাদের চারপাশে তৈরি হয় বলে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। কেননা, এর কোনো ভ্যাকসিন নেই, সুনির্দিষ্টভাবে কার্যকর ওষুধও নেই। তাই ডেঙ্গুর প্রতিকারের চেয়ে প্রতিরোধে সচেতন হওয়া বেশি জরুরি বলে মনে করেন গবেষকেরা।
ডেঙ্গু প্রতিরোধের উপায়
ডেঙ্গু প্রতিরোধের মূল বিষয়ই হলো এডিস মশার বংশ বিস্তার রোধ করা এবং এডিস মশা যাতে কামড়াতে না পারে, সেই ব্যবস্থা করা। এডিস মশা স্বচ্ছ, পরিষ্কার জমা পানিতে ডিম পাড়ে, তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী জায়গা পরিষ্কার রাখতে হবে এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে–