দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন ভর্তি হয়েছে। তবে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এবার বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, চট্টগ্রাম সিটির বাইরে ১১, সিটির বাইরে একজন, ময়মনসিংহে দুজন ও রাজশাহীতে একজন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২৬১ জন বরিশাল বিভাগের। এই বিভাগে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। চট্টগ্রাম বিভাগে ৮৩৬ জন, ঢাকা সিটির বাইরে ৫৩৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭৮, দক্ষিণ সিটি করপোরেশনে ৭৯৩, খুলনা বিভাগে ১৬৫, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহীতে ৮৭ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১৯ জন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩০৩ জন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর শনাক্ত হওয়া রোগীদের ৪৩ দশমিক ৩ শতাংশ নারী ও ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ। আর মৃত্যু হওয়া ৪৩ দশমিক ৫ শতাংশ নারী ও ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ। চলতি বছর জানুয়ারিতে রোগী শনাক্ত হয় ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং গতকাল ১০ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ৯৫৮ জন রোগী।