হোম > স্বাস্থ্য

আপনাকে বাঁচিয়ে দিতে পারে টেলর সুইফটের একটি গান, বলছে বিজ্ঞান

ভক্তরা এমন দাবি প্রায়ই করেন যে, টেলর সুইফটের গান তাদের মাঝে প্রাণের সঞ্চার করে। এবার বিজ্ঞানও তাদের মতের পক্ষে রায় দিয়েছে। 

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুইফটের ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে যে গতির বিট ব্যবহার করা হয়েছে তা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার গতির সঙ্গে মিলে যায়। 

এ বিষয়ে সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে প্রতি মিনিটে ১১০ বার বিট বাজে। আর এটাই হলো হৃদ্‌যন্ত্রের সঠিক মাত্রার কম্পন। 

একটি ইনস্টাগ্রাম পোস্টে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যদি কেউ হৃদ্‌রোগে আক্রান্ত হন তবে তার প্রাথমিক চিকিৎসায় যেন সুইফটের গানটিকে ব্যবহার করা হয়। 

বলা হয়েছে, ‘যদি আপনি দেখেন যে, কোনো কিশোর কিংবা কোনো যুবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছে তবে কল করুন ৯১১-এ। তারপর বুকের মাঝখানে দ্রুত এবং সজোরে চাপ দিতে থাকুন। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার বিট বাজে এমন গান-বিশেষ করে সুইফটের দ্য ম্যান গানটি আপনাকে সঠিক তাল দিতে সহযোগিতা করবে।’ 

সুইফটের গানটি ছাড়াও ১০০ থেকে ১২০ বিটের মধ্যে বি-গিস এর ‘স্টে-ইন অ্যালাইভ’, বিয়োন্সের ‘ক্রেজি লাভ’ এবং অ্যাবার ‘ডেন্সিং কুইন’ গানগুলোও রয়েছে। 

টেলর সুইফট বর্তমানে তার বহুল আলোচিত ‘ইরাস ট্যুর’ এর মাঝামাঝি পর্যায়ে আছেন। এই ট্যুরের অংশ হিসেবে আমেরিকার বিভিন্ন শহরে এক সপ্তাহ পর পর মোট ছয়টি কনসার্টে অংশ নেবেন সুইফট। প্রত্যেকটি কনসার্টেই ভক্তরা উপচে পড়ছেন স্টেডিয়ামগুলোতে। অগ্রিম টিকিট চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই। 

গুঞ্জন চলছে, অভিনেতা জো অ্যালবিনের সঙ্গে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ৩৩ বছরের সুইফট বর্তমানে ব্রিটিশ গায়ক মেট হিলির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন।

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

ঘুমের ঘোরে খাওয়া রহস্যময় ও জটিল এক স্বাস্থ্য সমস্যা

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়

ঠান্ডার সময় ব্যায়াম শুরু করার আগে

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ