হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

রোযা রাখলে করোনা হবে না তথ্যটি বিভ্রান্তিকর

ফ্যাক্টচেক ডেস্ক

ফেসবুকে অনেকেই একটি স্ক্রিনশট পোস্ট করছেন যার শিরোনাম ‘রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। সংযুক্ত সংবাদে জার্নাল অব গ্লোবাল হেলথবিশ্ব স্বাস্থ্য সংস্থা’র বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে কোন পোস্টেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ হয়নি।

ফেসবুকে এই স্ক্রিনশটটি শত শত শেয়ার হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, রোযা রাখলে করোনা সংক্রমণের সম্ভাবনা নাই। তাই রোযা রাখলে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রযোজ্য স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরা, সামাজিক দুরত্ব মেনে চলা এইসব না মানলেও চলবে।

আদতে জার্নাল অব গ্লোবাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ এমনটি বলেনি। জার্নাল অব গ্লোবাল হেলথ মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত যেসব এলাকায় গবেষণাটি চালিয়েছে সেখানে গত রমযান মাসে মৃত্যুহার নিম্নমুখী ছিলো। কিন্তু ওইসব এলাকায় রমযান মাস আসার আগে কিংবা পরেও মৃত্যুহার নিম্নমুখী ছিলো। তার মানে রোযা রাখা না রাখার সাথে সংক্রমণ নিম্নমুখী হওয়ার কোনো যোগসূত্র নাই। রোযা রেখেও যদি কেউ স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে করোনাভাইরাসে সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মতে, রোযা রাখলে করোনা সংক্রমণ বাড়ার প্রমাণ মেলেনি। তার মানে এই নয় যে, সংক্রমণ একেবারেই হবে না। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারটা রোযার সাথে সম্পর্কিত না, বরং স্বাস্থ্যবিধি মানা না মানার সাথে বেশি সম্পর্কিত।

অতএব, ভাইরাল হওয়া স্ক্রিনশটের তথ্য ও শিরোনাম বিভ্রান্তিকর। 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ব্রণ দূর করার ক্ষেত্রে টুথপেস্টের ব্যবহার কার্যকরী? চিকিৎসাবিজ্ঞান কী বলে

খাওয়ার সময় পানি পান কি হজমে সমস্যা করে, চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বিযুক্ত খাবার খেলে কি ওজন বেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার মানুষকে স্থূল করে? চিকিৎসাবিজ্ঞান কী বলে

সান্ডার তেলে কি কাজ হয়, চিকিৎসকেরা কী বলছেন

ইচ্ছা করে ঘামলে কি জ্বর ছেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

পায়ের ওপর পা তুলে বসলে কি শিরা স্থায়ীভাবে ফুলে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয়? চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি হয় না, কারণ অন্য

চিনি খেলে কি শিশুরা অতিরিক্ত চঞ্চল হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে