হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

খাওয়ার সময় পানি পান কি হজমে সমস্যা করে, চিকিৎসাবিজ্ঞান কী বলে

ফ্যাক্টচেক  ডেস্ক

খাবারের সময় পানি পান করলে কি হজমে সমস্যা হয়? ছবি: ফ্রিপিক

শরীরের জন্য পানি অপরিহার্য। পানি কেবল তৃষ্ণা নিবারণ করে না, পাশাপাশি দেহের প্রতিটি কোষের কার্যকারিতা নিশ্চিত করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বক সতেজ রাখে। সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে দৈনিক পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা আবশ্যক।

তবে অনেকে খাবার খাওয়ার সময় পানি পান করা থেকে বিরত থাকেন। তাঁরা মনে করেন, খাওয়ার সময় পানি পান করলে হজমে সাহায্যকারী বা পাচক রসের ঘনত্ব কমে যায়। এতে খাবার হজমপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং পুষ্টির শোষণ ব্যাহত হয়।

সত্যিই কি তাই? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

যুক্তরাষ্ট্রের বেসরকারি হাসপাতাল মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, খাওয়ার সময় পানি পান করলে হজমে সমস্যা হয় এবং হজমে সাহায্যকারী পাচক রস পাতলা হয়ে যায়, এই ধারণা সঠিক নয়। তবে হৃদ্‌রোগ, কিডনি বা লিভারের রোগে আক্রান্ত ব্যক্তিদের পানি পানের পরিমাণ অনেক ক্ষেত্রে সীমিত রাখতে হয়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, পানি হজমের জন্য উপকারী। পানি খাবারকে ভাঙতে সাহায্য করে। এতে করে শরীর খাদ্য থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। এ ছাড়া পানি লালা তৈরিতে সাহায্য করে। পানি রক্ত ও প্রস্রাবের মতো শরীরের অন্যান্য তরলেরও অংশ। নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে মল নরম হয়, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে।

খাওয়ার সময় পানি পান করলে শরীরে তরলের দৈনিক চাহিদা পূরণ হয়। যদি কেউ শরীরের ওজন নিয়ন্ত্রণে বা ওজন কমাতে চান, সে ক্ষেত্রে খাওয়ার সময় পানি পান একটি ভালো বিকল্প হতে পারে। কারণ, পানিতে কোনো ক্যালরি নেই। খাওয়ার সময় পানি পান করলে অতিরিক্ত ক্যালরি ছাড়াই পাকস্থলী ভরা অনুভূত হয়। আর যদি কেউ ওজন বাড়ানোর চেষ্টা করেন, তাহলে স্বাস্থ্যকর খাবারের ওপর মনোযোগ দিতে হবে এবং খাওয়ার সময় পানি পান কমাতে হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে পুষ্টিবিদ তামারা ডুকার ফ্রেওম্যানের লেখা ‘দ্য ব্লোটেড বেলি হুইস্পার’ বইয়ের সূত্রে বলা হয়, খাওয়ার সময় পানি পান করলে হজম বাধাগ্রস্ত হয়, এই ধারণা সম্পূর্ণ ভুল।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, হজমপ্রক্রিয়া শুরু হয় মুখ থেকে। মুখে খাবার চিবিয়ে ভেঙে ফেলা হয় এবং লালার এনজাইম খাবার নরম করে। এরপর খাবার খাদ্যনালি দিয়ে পাকস্থলীতে পৌঁছালে তা অম্লীয় তরলের মাধ্যমে রাসায়নিকভাবে ভেঙে যায়। এই মিশ্রণ পরবর্তীকালে ক্ষুদ্রান্ত্রে চলে যায়, সেখানে এটি পিত্ত রস এবং এনজাইমের সঙ্গে মিশ্রিত হয়। এই পর্যায়ে শরীরে প্রায় ৭৫ শতাংশ পুষ্টির শোষণ ঘটে। আর যেসব খাদ্য সেখানে শোষিত হয় না, সেগুলো বৃহদান্ত্রে প্রক্রিয়াজাত হয়। বাকি অংশ মল আকারে বেরিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।

আমেরিকান গ্যাস্ট্রো এন্টেরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গভর্নিং বোর্ড সদস্য ডেবোরা ডি. প্রক্টর ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘পানি পাকস্থলীতে পাচক রস পাতলা করে দেয়, এই ধারণা কিছু কারণে সত্য নয়। প্রথমত, পানি পাকস্থলীতে সাধারণত প্রায় ২০ মিনিটের মধ্যে শোষিত হয়। এর মানে হচ্ছে, পাকস্থলীতে যেকোনো সম্ভাব্য তরলীকরণ খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। ফলে যদি পাকস্থলী পানি দিয়ে পূর্ণ থাকে, তবু খাবার হজমে সমস্যা হবে না।’

একই বিষয়ে ভারতভিত্তিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট অনলি মাই হেলথ-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেশটির শারদা হাসপাতালের সিনিয়র ডায়েটিশিয়ান ডা. শ্বেতা জয়সওয়াল বলেন, ‘স্বনামধন্য হাসপাতালের একাধিক গবেষণার ফলাফলে দেখা গেছে, খাওয়ার সময় পানি পান করলে পাকস্থলীর পিএইচের ভারসাম্য তেমন পরিবর্তন হয় না। খাওয়ার সময় পানি পান করলে তা হজমে সাহায্যকারী পাকস্থলীর অম্লীয় পরিবেশকে প্রভাবিত করে না।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ব্রণ দূর করার ক্ষেত্রে টুথপেস্টের ব্যবহার কার্যকরী? চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বিযুক্ত খাবার খেলে কি ওজন বেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার মানুষকে স্থূল করে? চিকিৎসাবিজ্ঞান কী বলে

সান্ডার তেলে কি কাজ হয়, চিকিৎসকেরা কী বলছেন

ইচ্ছা করে ঘামলে কি জ্বর ছেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

পায়ের ওপর পা তুলে বসলে কি শিরা স্থায়ীভাবে ফুলে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয়? চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি হয় না, কারণ অন্য

চিনি খেলে কি শিশুরা অতিরিক্ত চঞ্চল হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

মাছ-দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে