হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে পাথর?

ফ্যাক্টচেক ডেস্ক

ফেসবুকে একটি ভাসমান পাথরের ছবি পোস্ট করে অনেকেই দাবি করছেন, পাথরটি ১৪০০ বছর ধরে হাওয়ায় ভাসছে। ফেসবুকে কয়েক হাজার আইডি থেকে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে পাথরটি কোন এলাকায়, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি গুগলে রিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করলে জানা যায়, পাথরসদৃশ ভাস্কর্যটির অবস্থান সৌদি আরবের পূর্বাঞ্চলের আল-আহসা অঞ্চলের আল-তুয়াইতির গ্রামে।

এমএইচকে মেকার্স নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ২৮ জুলাই পাথরটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়।

‘ম্যাজিক ফ্লোটিং স্টোন ইন আল আহসা, সৌদি আরব’ শিরোনামের ওই ভিডিওতে পরিষ্কার দেখা যায়, বিরাটকায় পাথরটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে।

গুগল ম্যাপে অনুসন্ধান করে ‘স্ট্রিট ভিউতে’ স্পষ্ট দেখা যায়, পাথরটি মাটির সঙ্গে লেগে আছে। এটি শূন্যে ভাসমান নয়। যদিও গুগল ম্যাপে পাথরটিকে ‘ফ্লোটিং রক’ বা ভাসমান পাথর নামেই খুঁজে পাওয়া যায়।

সম্প্রতি ‘ভাসমান পাথর’ দাবিতে ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মূল ছবিটিকে সম্পাদনা করে ভূমির সঙ্গে পাথরের সংযোগ স্থাপনকারী অংশগুলোকে মুছে ফেলা হয়েছে।

২০১৬ সালের ২৫ জুন ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ফটোশপ বা অন্য কোনো ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করে বিভ্রান্তিকর ছবিটি তৈরি করা হয়েছে।

সিদ্ধান্ত
১৪০০ বছর ধরে একটি পাথর শূন্যে ভাসছে—এমন দাবিসহ ভাইরাল হওয়া ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। সৌদি আরবের আল-আহসা অঞ্চলে অবস্থিত ‘ভাসমান পাথর’ নামের ভাস্কর্যটি ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের পিলারের ওপর দাঁড় করিয়ে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে-সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—factcheck@ajkerpatrika.com

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ব্রণ দূর করার ক্ষেত্রে টুথপেস্টের ব্যবহার কার্যকরী? চিকিৎসাবিজ্ঞান কী বলে

খাওয়ার সময় পানি পান কি হজমে সমস্যা করে, চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বিযুক্ত খাবার খেলে কি ওজন বেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার মানুষকে স্থূল করে? চিকিৎসাবিজ্ঞান কী বলে

সান্ডার তেলে কি কাজ হয়, চিকিৎসকেরা কী বলছেন

ইচ্ছা করে ঘামলে কি জ্বর ছেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

পায়ের ওপর পা তুলে বসলে কি শিরা স্থায়ীভাবে ফুলে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয়? চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি হয় না, কারণ অন্য

চিনি খেলে কি শিশুরা অতিরিক্ত চঞ্চল হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে