হোম > ফ্যাক্টচেক > জানি, কিন্তু ভুল

আইফোনের লোভে ফাঁদে পা দেবেন না

ফ্যাক্টচেক ডেস্ক


সম্প্রতি হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক ফরওয়ার্ড করে দাবি করা হচ্ছে, কোমল পানীয় কোকাকোলার পক্ষ থেকে তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে আইফোন উপহার দেওয়া হচ্ছে। লিংকে একটি ফরম পাওয়া যাচ্ছে। ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে ‘কোকাকোলা উন্নয়ন তহবিল’।

ফ্যাক্টচেক
কোকাকোলার ওয়েবসাইট ঘেঁটে ‘কোকাকোলা কল্যাণ তহবিল’ নামে কোনো ক্যাম্পেইন খুঁজে পাওয়া যায়নি এবং কোম্পানিটি এর আগেও কখনো এধরনের কোনো ক্যাম্পেইনের আয়োজন করেনি।

লিংকে যে ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে তা কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট নয়। কোকাকোলা কোম্পানির মূল ওয়েবসাইটের ডিজাইন অনুকরণ করে  http://freegift.cdelz.com/coca ডোমেইন দিয়ে ভুয়া সাইট তৈরি করে এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে।

এখানে উল্লেখ রয়েছে, এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আইফোন জেতা সম্ভব। তবে শর্ত হিসেবে ক্যাম্পেইনের লিংকটি পাঁচটি গ্রুপ এবং ২০ জন বন্ধুকে শেয়ার করতে হবে, পাশাপাশি নিজের ঠিকানা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ ধরনের ক্যাম্পেইনের মূল লক্ষ্যই থাকে ব্যবহারকারীর গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়া। 

এছাড়া ক্যাম্পেইনটিতে ‘কোকাকোলার বিশ বছর পূর্তি উদযাপন’ উল্লেখ থাকলেও কোকাকোলা কোম্পানি প্রতিষ্ঠা করা হয় ১৮৮৬ সালে অর্থাৎ ১৩৫ বছর আগে।

সিদ্ধান্ত
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোকাকোলা কোম্পানির আইফোন উপহার দেওয়ার প্রচারণাটি প্রতারণামূলক।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ব্রণ দূর করার ক্ষেত্রে টুথপেস্টের ব্যবহার কার্যকরী? চিকিৎসাবিজ্ঞান কী বলে

খাওয়ার সময় পানি পান কি হজমে সমস্যা করে, চিকিৎসাবিজ্ঞান কী বলে

চর্বিযুক্ত খাবার খেলে কি ওজন বেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার মানুষকে স্থূল করে? চিকিৎসাবিজ্ঞান কী বলে

সান্ডার তেলে কি কাজ হয়, চিকিৎসকেরা কী বলছেন

ইচ্ছা করে ঘামলে কি জ্বর ছেড়ে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

পায়ের ওপর পা তুলে বসলে কি শিরা স্থায়ীভাবে ফুলে যায়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয়? চিকিৎসাবিজ্ঞান কী বলে

ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি হয় না, কারণ অন্য

চিনি খেলে কি শিশুরা অতিরিক্ত চঞ্চল হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে