হোম > পরিবেশ

সীতাকুণ্ডে উপকূলে ভেসে এল ৩টি মৃত স্ত্রী প্রজাতির ডলফিন

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের বি এম এনার্জি গ্যাস কারখানা সংলগ্ন সাগর উপকূলে ভেসে এসেছে তিনটি স্ত্রী প্রজাতির মৃত ডলফিন। ডলফিনের পেটের দিকের অংশ পচে গিয়েছিল। আজ বুধবার বিকেলে সাগর উপকূলে ডলফিন পড়ে থাকার খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মৃত ডলফিন তিনটি প্রায় ৭ ফুট লম্বা। ওজন ৩ মণের বেশি। এগুলো পাঁচ থেকে সাত দিন আগে সাগরে মারা যেতে পারে বলে তিনি ধারণা করেন।

মো. শামীম আহমেদ আরও বলেন, সাগর উপকূলে ভেসে আসা মৃত ডলফিনগুলো স্ত্রী প্রজাতির। সমুদ্রে বসানো বিহিন্দি জালে আটকা পড়ে এগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা পরে জোয়ারের সঙ্গে সাগর উপকূলে ভেসে এসেছে। সাগর উপকূলে পড়ে থাকা মৃত ডলফিনগুলো মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি। 

স্থানীয় কৃষক মোহাম্মদ ইউসুফ জানান, মঙ্গলবার বিকেলে জোয়ারের সঙ্গে মৃত ডলফিন তিনটি সাগর উপকূলে ভেসে আসে। তাঁরা বিষয়টি আজ সকালে স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেন। দুপুর থেকে মৃত ডলফিনগুলোর পচা গন্ধ বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে। 

এর আগে গত ২০ আগস্ট সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগর উপকূলের সংরক্ষিত উপকূলীয় বনে ভেসে আসা প্রায় ২ মন ওজনের একটি ডলফিন মাটি চাপা দেয় উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা।

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

ধানমন্ডিতে বিপজ্জনক মাত্রায় বায়ুদূষণ, সতর্ক থাকতে যা করতে পারেন

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.১

খুব অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ সবচেয়ে বেশি যেসব এলাকায়

ঢাকায় তাপমাত্রা আজ আরও বেড়েছে

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

মাঘের আগেই কি শীত পালাবে, শৈত্যপ্রবাহ আর কত দিন

ঢাকায় বেড়েছে তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

বেলা বাড়তেই বিপজ্জনক হয়ে উঠছে ঢাকার বাতাস, সবচেয়ে দূষিত ধানমন্ডি

কমতে পারে ঢাকার তাপমাত্রা, আকাশ থাকবে মেঘাচ্ছন্ন