হোম > পরিবেশ

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও বাড়ল

আজকের পত্রিকা ডেস্ক­

আগের দিন বুধবারের চেয়ে রাজধানী ঢাকায় তাপমাত্রা আজ সকালে বেড়েছে। গতকাল বুধবার ঢাকায় সকালের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আজ বৃহস্পতিবার ছিল ১৭ দশমিক ১।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা কুয়াশাও থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে।

চরম তাপের মুখে পড়বে ৩৮০ কোটি মানুষ, বেশি ভোগান্তিতে পড়বে বাংলাদেশ: গবেষণা

মাঘেই পালিয়েছে শীত, বসন্তের আগাম আগমনী বার্তা

ঢাকায় সকালে তাপমাত্রা ১৮.৬

বরফ কমছে, কিন্তু চর্বি জমছে মেরু ভালুকের শরীরে

আজ বৃষ্টি হতে পারে, কোথায় হবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ধানমন্ডির অবস্থা বিপজ্জনক

ঢাকায় সকালে তাপমাত্রা ১৬.৫

মাঘে বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় তাপমাত্রা সকালে কিছুটা কমেছে

হর্ন বাজানো আমাদের বন্ধ করতেই হবে: পরিবেশ উপদেষ্টা