হোম > বিনোদন > টেলিভিশন

হাসপাতালে অভিনেতা আব্দুল আজিজ

দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান সাগর আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ গতকাল রাত ৮টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁর চিকিৎসা চলছে। আমরা সবার কাছে তাঁর জন্য দোয়া চাই।’

১৯৬৭ সালে সৌরভ আউয়াল পরিচালিত ‘অপরিচিত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিনেতা হিসেবে অভিষেক হয় আব্দুল আজিজের। তবে তিনি সিনেমায় নিয়মিত হন ১৯৭৫ সাল থেকে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে। এরপর ‘সোনা বউ’, ‘হাজার বছর ধরে’, ‘আরশীনগর’, ‘রূপনগর’, ‘মাটির কসম’, ‘দিপু নম্বর টু’, ‘রাবেয়া’সহ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আব্দুল আজিজ বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের সিরিয়াল ‘জুঁই জোনাকী’ ও ‘হিরামন’-এর মাধ্যমে তাঁর দর্শকপ্রিয়তা বাড়ে। টেলিভিশনে সব মিলিয়ে ছয় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রেডিও নাটকেও তিনি অনেক খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত রেডিওতে প্রায় ১ হাজার ৬০০ নাটকে কাজ করেছেন তিনি।

আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন