হোম > বিনোদন > টেলিভিশন

রাজীবের প্রযোজনায় ঈদ আড্ডায় অনন্ত-বর্ষা

বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। এই অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক, আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।

‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’—এই সংলাপের পেছনের গল্প। মানুষের বিপদে-আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? অনুষ্ঠানটিতে এমন অনেক তথ্যই জানা যাবে।

অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাঁদের কাজ ও ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ আট বছর পর অনন্ত জলিল ও বর্ষা সিনেমার পর্দায় আসছেন। ভিনদেশি অভিনয়শিল্পীদের সঙ্গে এবং দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন এই তারকা দম্পতি। নতুন এই সিনেমার পেছনের অনেক গল্প দর্শক জানতে পারবে। এই দম্পতির তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’