হোম > বিনোদন > টেলিভিশন

মেহজাবীনের গল্পের নাটকে বোন মালাইকা চৌধুরী

বড় বোন মেহজাবীনের দেখানো পথেই হাঁটছেন মালাইকা চৌধুরী। বিজ্ঞাপনের পর এবার তিনি অভিনয় করছেন নাটকে। নাটকের নাম ‘সন্ধিক্ষণ’। গল্প লিখেছেন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সন্ধিক্ষণ নাটকে মালাইকার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ‍্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।

মেহজাবীনের যাত্রা শুরু হয়েছিল সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, আর মালাইকা শোবিজ ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনের মডেল হয়ে।

গত ফেব্রুয়ারিতে প্রথমবার আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেন মালাইকা। এতে মালাইকার সঙ্গে ছিলেন নাসেক নাসেকখ্যাত শিল্পী অনিমেষ রায়। বিজ্ঞাপনের প্রস্তাবটি বোন মেহজাবীনের কাছ থেকেই পেয়েছিলেন মালাইকা।

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়