হোম > বিনোদন > টেলিভিশন

যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ

অভিনেতা জাহিদ হাসান মাঝেমধ্যে প্রযোজনাও করেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজ্যুয়াল থেকে একক ও ধারাবাহিক নাটক প্রযোজনা করেন তিনি। এ প্রতিষ্ঠানের বেশির ভাগ কাজের পরিচালক থাকেন জাহিদ নিজেই। তবে পুষ্পিতা ভিজ্যুয়ালের নতুন ধারাবাহিক ‘অদল বদল’-এ জাহিদ হাসান ভরসা রেখেছেন নির্মাতা সোহেল রানার ওপর।

‘অদল বদল’-এ জাহিদ হাসান অভিনয়ও করছেন। এতে সহশিল্পী হিসেবে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন নাদিয়া আহমেদ। জাহিদ-নাদিয়ার পর্দা রসায়নের ঘটনা নতুন নয়। অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে দেখা গেছে তাঁদের। তবে ‘অদল বদল’-এর প্রেক্ষাপট ভিন্ন। নাদিয়া জানালেন, তিনি এতে এমন এক চরিত্রে অভিনয় করছেন, যারা পারিবারিকভাবে ডাকাতের বংশ।

আর জাহিদ হাসান অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। একজন শহরে থাকেন, আরেকজন গ্রামে। দুজনের চেহারায় প্রচণ্ড মিল। ঘটনাক্রমে তাঁদের ভেতরে অদল বদল ঘটে। এটিই এ ধারাবাহিকের মূল গল্প, জানিয়েছেন নাট্যকার শফিকুর রহমান শান্তনু। ‘অদল বদল’ মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও জাহিদ হাসানের অন্যান্য নাটকের মতো এটিতেও থাকবে কমেডির ছোঁয়া। ১ নভেম্বর থেকে পুবাইলে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং।

এ ধারাবাহিক ছাড়াও জাহিদ হাসানের আরেকটি কাজের খবর জানা গেছে কয়েক দিন আগে। নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। নাম ‘এই মুহূর্তে’। চরকির প্রযোজনায় তিনজন নির্মাতার তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অ্যান্থলজি ছবিটি। জাহিদ হাসানকে দেখা যাবে ‘কল্পনা’ গল্পে। গল্পটি বানাচ্ছেন পিপলু আর খান। ‘এই মুহূর্তে’ ছবিতে অনেক দিন পর একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান ও সারা যাকেরকে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’