হোম > বিনোদন > টেলিভিশন

পয়লা বৈশাখে বাসার–চমকের নাটক ‘কে প্রথম কাছে এসেছি’

বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘কে প্রথম কাছে এসেছি’। নাটকটি রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন তরুণ পরিচালক সারোয়ার হোসাইন। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী খায়রুল বাসার এবং রুকাইয়া জাহান চমক।

নাটকটি নিয়ে পরিচালক সারোয়ার হোসাইন বলেন, ‘সুন্দর একটা গল্পে সাধারণ কিন্তু পরিচ্ছন্ন একটা মেকিং এর চেষ্টা ছিল। সকল কলাকুশলী আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নাটকটি প্রসঙ্গে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘গল্পটা দারুণ। আমরা নানাজন নানা সীমাবদ্ধতার  মাঝেই থাকি। এ নাটকে একজন সফল উদ্যোক্তার গল্প উঠে এসেছে। যে তার জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রতিকূল এক জীবন কাটিয়ে এসে তার নিজ দুনিয়াটা নিজের জন্য অনুকূল করে তুলতে সক্ষম হয়েছে নিজের প্রতি বিশ্বাস ও পরিশ্রমের মধ্য দিয়ে। এই গল্প অনেককেই অনুপ্রাণিত করবে। আমি গল্পের বাইরেও এটুকু বলতে চাই বিশ্বাস ও শ্রম মানুষকে তার অজান্তেই জাদুকর করে তোলে।’

নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার অপূর্ণ রুবেল বলেন, একজন তরুণের সফলতার গল্প এটি। যে গল্পে সেই তরুণের হারানোর বেদনা যেমন আছে সফলতার আনন্দও আছে সমান তালে।’

খায়রুল বাসার ও চমক ছাড়াও নাটকটিতেই আরও অভিনয় করেছেন শ্রাবন্তী সেলিনা, জিতা মজুমদার, রায়হান সামি। এ ছাড়া নাটকটিতে ‘কে প্রথম কাছে এসেছি’ শিরোনামের টাইটেল গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সি। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি এবার সুর করেছেন মার্সেল!

নতুন করে মঞ্চে আসছে ‘দর্পণে শরৎশশী’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান