হোম > বিনোদন > টেলিভিশন

অপূর্বর সাবেক স্ত্রী কি বোঝালেন?

আগামীকাল (২ সেপ্টেম্বর) বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এটি তার তৃতীয় বিয়ে। পাত্রী শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। শাম্মার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।

এদিকে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির এক স্ট্যাটাসের মাধ্যমে সামনে চলে এলো অপূর্বর পরকীয়ার বিষয়টি, যা নতুন করে এ অভিনেতাকে সমালোচনায় ফেলে দিলো।

২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। গত বছর দীর্ঘ ৯ বছরের দাম্পত‌্য জীবনের ইতি টানেন তারা। ঠিক কি কারণে এই বিচ্ছেদ ঘটে তার হদিশ মেলেনি। দীর্ঘ দিন কেটে গেলেও বিয়েবিচ্ছেদের কারণ ব‌্যাখ‌্যা করেননি অপূর্ব কিংবা নাজিয়া। তবে অপূর্বর বিয়ের খবর প্রকাশ পেতেই অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া তার ফেসবুকে আজ বিকালে একটি স্ট‌্যাটাস দিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তাতে লিখেছেন-‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’

এতে কারো নাম উল্লেখ করেননি নাজিয়া। ঠিক কাকে উদ্দেশ‌্য করে এই শুভেচ্ছা বার্তা দিলেন তাও প্রশ্নবিদ্ধ! তবে নেটিজেনদের ভাষ‌্য-‘এটি অপূর্বকে উদ্দেশ‌্য করেই লিখেছেন নাজিয়া।’

যা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এটুকু তথ‌্য ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ হবু স্ত্রী শাম্মার কারণেই নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাও উঠেছে। নাজিয়া স্ট‌্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গে মন্তব‌্য করেছেন প্রায় পাঁচ শত। যদিও সেই স্ট্যাটাসটি পরবর্তীতে ডিলেট বা গোপন করে রেখেছেন, যার কারণে এখন দেখা যাচ্ছে না।

এ নিয়ে নাজিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান