হোম > বিনোদন > টেলিভিশন

আজিজুল হাকিমকে নিয়ে যা লিখলেন স্ত্রী জিনাত

বাংলাদেশের নাটক, সিনেমার ‘চির তরুণ’ অভিনেতা আজিজুল হাকিম। সত্তরের দশকের শেষদিকে মঞ্চে অভিনয় শুরু করেছিলেন। অসংখ্য মঞ্চ নাটকের আলোচিত এই অভিনেতা টিভি পর্দায় দেখা দেন আশির দশকের শুরুতে। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছেন আজিজুল হাকিম। অভিনয়ের পাশাপাশি বেশকিছু ধারাবাহিক নাটক পরিচালনাও করেছেন তিনি।

আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিমও মিডিয়ার সঙ্গে যুক্ত। নাট্যকার ও নির্দেশক হিসেবে জনপ্রিয়তা আছে জিনাতের।

শুক্রবার ভোরে জীবনসঙ্গী আজিজুল হাকিমকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট লিখেছেন জিনাত, যেটি এখন রীতিমতো ভাইরাল। ওই পোস্টে আজিজুল হাকিমের অভিনয় প্রতিভার প্রতি নতুনভাবে মুগ্ধতা প্রকাশ করেছেন জিনাত।

ফেসবুকে জিনাত হাকিম লিখেছেন—

প্রেমে পড়েছিলাম ৩১ বছর আগে। ইমদাদুল হক মিলন ভাইয়ের রচনায়, ফখরুল আবেদীন দুলাল ভাইয়ের পরিচালনায়, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোন কাননের ফুল’ ধারাবাহিকে রোমান্টিক নায়ক ‘অলি’ চরিত্রে অভিনয় করেছিলেন আজিজুল হাকিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন তাঁকে দেখে অলি চরিত্র ছাপিয়ে ব্যক্তিত্বসম্পন্ন হাকিমেরও প্রেমে পড়ে যাই!

কদিন আগে এস এ হক অলিকের অনুদানের চলচ্চিত্র ‘গলুই’-এর শুটিংয়ে গিয়েছিলাম। চলচ্চিত্রে ‘পাগল প্রেমিক’ চরিত্রে অভিনয় করছেন হাকিম। রুমেই ছিলাম বিশ্রামে। মেকআপ-গেটআপ নিয়ে রুমে এলেন আজিজুল হাকিম। আমরা সবাই বিস্মিত! চেনাই যাচ্ছিল না! এটিও রোমান্টিক চরিত্র। প্রেমে পাগল এক চরিত্র!

গেটআপ দেখে মুগ্ধ আমি!

নতুন করে আজিজুল হাকিমকে দেখে আপ্লুত। ৩১ বছর আগের মত আবারও প্রেমে পড়ে গেছি! ভক্ত ছিলাম, এখনও আছি। থাকব। অফুরন্ত ভালোবাসা।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’