হোম > বিনোদন > টেলিভিশন

সম্প্রচারের অর্ধযুগে দীপ্ত কৃষি

২০১৬ সালের ৭ জুন দীপ্ত টিভিতে শুরু হয় কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। গতকাল সম্প্রচারের অর্ধযুগ পূর্ণ করল অনুষ্ঠানটি। এ উপলক্ষে দীপ্ত টিভিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডসের এমডি আতাউস স্বপন মালিক, ফার্মিং ফিউচার বাংলাদেশের সিইও আরিফ হোসেন ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশের কৃষি, কৃষক পরিবার ও কৃষিসংশ্লিষ্ট নানামুখী গল্প তুলে ধরতে দেশের সর্বত্র ছুটে চলছে কৃষি টিম। কৃষি খাতের নানামাত্রিক গল্প উঠে এসেছে দীপ্ত কৃষির পর্দায়।

এ ছাড়াও কৃষি খাতের নানাবিধ সমস্যা ও সংকটের সমাধান খুঁজতে দীপ্ত কৃষি সংলাপ ও কৃষকদের নিত্যদিনের সংকটের প্রশ্নোত্তরের অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসার আয়োজন কৃষি ও কৃষকদের সহায়ক হিসেবে কাজ করছে।

সারা দেশের কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন খাতের সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে দেওয়া হচ্ছে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড।

দীপ্ত কৃষি প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন শামীমা শাওন ও কাজী ফাহিমুল হক অরিন।

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী