রাজধানী ঢাকার রাস্তায় সারাবছর দাপিয়ে বেড়ায় লেগুনা নামের বাহন। আকারে মিনিবাসের চেয়ে অনেকটা ছোট। তবে রাস্তায় যখন চলে, তখন একে আর ছোট মনে হয় না। বরং বাসসহ আরও অনেক বড় যানই লেগুনাকে পাশ কাটিয়ে চলে। এমনই অনিয়ন্ত্রিত গতি লেগুনার! তবে রাজধানীর অনেক রুটেই লেগুনা মানুষের চলাচলের অন্যতম ভরসা।
এই লেগুনা ড্রাইভারের জীবনের গল্প নিয়ে সম্প্রতি তৈরি হয়েছে নাটক। নাম ‘পাগল তোর জন্য’। বানিয়েছেন মাহমুদ মাহিন। আর এতে লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
‘পাগল তোর জন্য’ নাটকে গার্মেন্টসকর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টসকর্মীর প্রেমকাহিনি। কিন্তু এর মাঝেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী।