হোম > বিনোদন > টেলিভিশন

মনোজ-ফারিয়ার দ্বন্দ্ব

আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘নোনাজলের বৃষ্টি’। ২২জানুয়ারী শনিবার রাত আটটায় চ্যানেলটিতে দেখা যাবে এই নাটক। রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, অর্ণব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।

গল্পে দেখা যায় ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। ঠিক একই ভাবে বৃষ্টি ও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। একই হোটেলে ওঠে কিন্তু বিপত্তী ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভূলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। শুরু হয় বাক বিতন্ডা। অবশেষে কোনভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার।

এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারনা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করবার চেষ্টা করছে। নোমান অনেক বোঝাবার চেষ্টা করলেও বৃষ্টি মানতে নারাজ। অপরদিকে অর্ণব সোজা অষ্ট্রেলিয়া থেকে চলে আসে বৃষ্টিকে আংটি পড়াবে বলে। তারা দুজনে কাজিন। কিন্তু বৃষ্টি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। গল্পের মোড় নেয় অন্য দিকে। এভাবেই এগিয়ে চলে ‘নোনাজলের বৃষ্টি’ নাটকের গল্প।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান