হোম > বিনোদন > টেলিভিশন

‘হিশি’ নিয়ে বিপত্তি!

একজন তরুণী কানাডা থেকে বাবার কাছে নিজেদের রিসোর্টে আসে। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে মহিলা। ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে মহিলা টয়লেটে ঢুকে পড়ে। এসব নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বাঁধে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘হিশি’। আজ সন্ধ্যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।

‘হিশি’ নাটকে রিসোর্ট ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে।

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সোহাগ রানা। রাজ বলেন, ‘রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানা অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে হিশি নাটকের গল্প।’

সিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি ‘হিশি’ নাটকে থাকছে নতুন একটি গান। ‘আমি তো বুঝিনি কখন’ শিরোনামের এই গানটি গেয়েছেন তাসনিম আনিকা। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল।

নাটকে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা ও ফারিহা। চিত্রগ্রহণে ছিলেন ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বী।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’