হোম > বিনোদন > টেলিভিশন

রকস্টার অপূর্বর ভালোবাসার কাহিনি

ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একঝাঁক নাটক। প্রতিবারের মতো এবারও এ দিনটি উপলক্ষ করে বিনোদন মাধ্যমে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নাটক নির্মাণে বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা। চলছে শুটিং।

এমনই এক নাটকের নাম ‘উড়ছি তোমার প্রেমে’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল।

এরই মধ্যে নাটকটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে আলোচনা হচ্ছে। এর অন্যতম কারণ নাটকের টাইটেল গান। গানটি শ্রোতারা পছন্দ করেছে। পুরোপুরি রোমান্টিক একটি গল্পের নাটক হচ্ছে এটি।’

অপূর্ব বলেন, ‘বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা দর্শক বিবেচনা করবে।’

উড়ছি তোমার প্রেমে নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

নতুন করে মঞ্চে আসছে ‘দর্পণে শরৎশশী’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান