এক বছর আগে ২০২০ সালের ডিসেম্বরে, আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। এরপর প্রায়ই ফোনে, অনলাইনে টুকটাক কথা হতো তাঁদের। শুরুর দিকে ‘আপনি’ স্তরেই ছিল সম্পর্ক। একসময় সম্বোধন পাল্টায় ‘তুমি’-তে।
তাঁদের এক বছরের সম্পর্ক এবার বৈবাহিক রূপ নিচ্ছে। বিয়ে করতে চলেছেন তাঁরা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও সৈয়দ প্রিন্স আসকার বাগদান সারলেন গতকাল শনিবার।
অভিনেত্রীর বাসায়ই হয়েছে বাগদান। দুই পরিবারের সদস্যরা ছিলেন সেখানে। বাগদান পর্ব শেষ করে পরদিন ভোরেই তিশা ছুট দিলেন রাজবাড়ীতে। সেখানে দিনভর সকাল আহমেদের ওয়েব ফিল্ম ‘হরিজন পল্লী’র কাজে ব্যস্ত তিনি।
অভিনেত্রী জানিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি তাঁদের আকদ হবে। এরপর সময় বুঝে ঠিক করবেন বিবাহোত্তর সংবর্ধনার তারিখ।
তাসনুভা তিশা অনেক দিন ধরেই টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করছেন। ওয়েব কনটেন্টেও নিয়মিত তিনি। আর সৈয়দ প্রিন্স আসকার কাজ করেন হাইভোল্টেজ নামে একটি এজেন্সিতে।