হোম > বিনোদন > টেলিভিশন

দূরত্ব কমল অপূর্ব-তিশার

বিনোদন প্রতিবেদক

জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। দুজনই ছোট পর্দার প্রথম সারির অভিনয়শিল্পী। এক যুগের বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে পায়নি দর্শক। এমনকি কোনো উৎসব-অনুষ্ঠানেও পাশাপাশি দাঁড়াননি তাঁরা। কোনো অভিমান ছিল বা দূরত্ব?

মাসখানেক আগে তিশা জানিয়েছিলেন, ‘নতুন এখন যাঁরা ভালো করছেন তাঁদের সঙ্গে কাজ করছি। হয়তো গল্পের ধরন বা শিডিউলের কারণে অপূর্ব-নিশোর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না– এমনটা নয়। আগামী দিনে আবার কাজ হতে পারে।’

তিশার সেই আশাবাদ এবার সত্যি হয়ে ধরা দিল। এ বছরের শুরুতে তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’–এর প্রথম মৌসুমের শুটিং হয়। তাতে তিশার অতিথি হয়েছিলেন অপূর্ব। কিন্তু একফ্রেমে আসেননি তাঁরা। তবুও বলা যায়, ‘দ্য বক্স’ দিয়েই বাক্সবন্দী হয়েছে তাঁদের এত দিনের দূরত্ব।

তাই সাহস পেয়েছেন টিভি নাটকের নির্মাতারাও। এরই মধ্যে তাঁরা অপূর্ব-তিশার কাছে ভিড় করেছেন একসঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে। আপাতত দুটি নাটকের জন্য শিডিউল দিয়েছেন অপূর্ব-তিশা।

নাটকের দৃশ্যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন বৃহস্পতিবার। ওই দিন মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব-তিশা।

আরও কয়েক দিন পর তাঁরা হাজির হবেন নির্মাতা শিহাব শাহীনের সেটে। ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে জুটি হবেন। দুটি নাটকই প্রচার হবে আগামী ঈদে। অপূর্ব-তিশা এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৮ সালে।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান