হোম > বিনোদন > টেলিভিশন

পৃথিবী সুস্থ হওয়ার অপেক্ষায় মেহজাবীন

টানা ৫৪ দিন বিরতি শেষে জুনের শুরুতে অভিনয়ে ফিরেছিলেন মেহজাবীন চৌধুরী। এত দিন কাজের বাইরে সাধারণত থাকেন না এই তারকা। সেই থেকে তাঁর তুমুল ব্যস্ততা। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মেহজাবীনকে শুটিংয়ে পেয়ে। সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাই আবারও শুটিং বন্ধের ঘোষণা দিলেন মেহজাবীন। গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং না করার কথা জানিয়ে দিলেন তিনি। 

বিরতির এই সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের আগের এই সময়টা আামাদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়। আর এমন সময় শুরু হয়েছে লকডাউন। গত বছর লকডাউনে টেনশনে কাজ করতে পরিনি। লকডাউনেও বাসায় আছি, পরিবারকে সময় দিচ্ছি।

প্রতিদিন কিছু না কিছু করার ট্রাই করছি। কিছু স্ক্রিপ্টও আছে হাতে, সেগুলো পড়ছি। নতুন নতুন রান্না শেখার চেষ্টা করছি। তা ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করব। সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবার জন্য খুব টেনশন হচ্ছে। বাসায় বসে বসে নিজের পুরোনো নাটক দেখারও পরিকল্পনা আছে।’

‘চিরকাল আজ’, ‘শনির দশা’, ‘চুমকি চলেছে’, ‘চাঁপাবাজ আনলিমিটেড’ সহ এই ঈদে ১০টিরও বেশি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী