হোম > বিনোদন > টেলিভিশন

ঈদে জোভান-মেহজাবীনের ‘ব্যবধান’

বিচ্ছেদের পরের গল্প কেমন হয়? হয়তো বিচ্ছেদের ছয় মাস না পেরুতেই ভুলে যায় প্রিয়জনের ফোন নাম্বার, বছর না যেতেই ভুলে যায় ঠিকানা, হয়তো নামও ভুলে যায় একদিন। আর যদি এসবের উল্টো হয়? যদি বছরের পর বছর প্রিয়জনের স্মৃতি পোড়ায় কাউকে? নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলছেন, ‘যদি এসবের উল্টো হয় তবে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল, অথবা আপনি।’

এমনই এক সম্পর্কের রেশ নিয়ে ঈদের বিশেষ নাটক তৈরি করেছেন মিজানুর রহমান আরিয়ান। সিএমভির ব্যানারে তৈরি এ নাটকের নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে যৌথভাবে গল্পটি লিখেছেন সোহাইল রহমান। জোভান ও মেহজাবীন চৌধুরী এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, ‘কিছু কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনো শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দুজন মানুষের ভালোবাসা নিয়ে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘ব্যবধান’ নাটকটি দেখা যাবে এবারের ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী