হোম > বিনোদন > টেলিভিশন

‘বিগ বি’-কে সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করালেন কপিল

‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে কৌতুকাভিনেতা কপিল শর্মার। কাউকে অপেক্ষা করাতে তাঁর নাকি জুড়ি নেই। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখলেন তিনি! তা-ও সাড়ে চার ঘণ্টা! অনুষ্ঠানের সেটে এসে হাসিমুখে সেটা ম্যানেজও করলেন কপিল।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এবার অমিতাভ বচ্চনের অতিথি হয়েছেন কপিল শর্মা। কথা ছিল, দুপুর ১২টায় সেটে আসবেন কপিল। কিন্তু এলেন না। সবাইকে বসিয়ে রেখে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সেটে আসেন কপিল।

এসে প্রথমেই ‘রিমঝিম গিরে সাওন’-এর সুর তুললেন। গান শেষ হতেই রসিকতার সুরে কপিলের দেরি করে আসার কথা মনে করিয়ে দেন অমিতাভ। বলেন, ‘আজ আপনি একদম ঠিক সময়ে এসেছেন। আপনাকে ডাকা হয়েছিল ১২টা নাগাদ। আর আপনি একদম সাড়ে চারটায় এসে হাজির হয়েছেন।’

অমিতাভের এই কথা শুনে হাসি চাপতে পারেননি কপিল। হাসতে হাসতে আর হাসাতে হাসাতে ঠিকই ম্যানেজ করে নিয়েছেন ‘বিগ বি’কে।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’