‘লেট লতিফ’ হিসেবে পরিচিতি আছে কৌতুকাভিনেতা কপিল শর্মার। কাউকে অপেক্ষা করাতে তাঁর নাকি জুড়ি নেই। এবার বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকেও বসিয়ে রাখলেন তিনি! তা-ও সাড়ে চার ঘণ্টা! অনুষ্ঠানের সেটে এসে হাসিমুখে সেটা ম্যানেজও করলেন কপিল।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এবার অমিতাভ বচ্চনের অতিথি হয়েছেন কপিল শর্মা। কথা ছিল, দুপুর ১২টায় সেটে আসবেন কপিল। কিন্তু এলেন না। সবাইকে বসিয়ে রেখে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানের সেটে আসেন কপিল।
অমিতাভের এই কথা শুনে হাসি চাপতে পারেননি কপিল। হাসতে হাসতে আর হাসাতে হাসাতে ঠিকই ম্যানেজ করে নিয়েছেন ‘বিগ বি’কে।