হোম > বিনোদন > টেলিভিশন

এবার জায়েদ খানের অতিথি মোনালিসা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মোনালিসা ও জায়েদ খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। এবারের পর্বে জায়েদ খানের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী মোনালিসা। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচার হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

জায়েদ খান বলেন, ‘এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উতরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা নিয়ে সাজানো হয়েছে। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন, যা ছুঁয়ে যাবে দর্শকের মন। কেবল তো শুরু করেছি অনুষ্ঠানটা। চমক তো বাকি আছে অনেক। এটা যত দিন ভালো লাগবে।’

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।’

এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবন নিয়ে অনেক অজানা কথা শেয়ার করেছেন এই অনুষ্ঠানে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’