হোম > বিনোদন > টেলিভিশন

অভিনেত্রী রওশন আরা অসুস্থ

মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন অসুস্থ। তাঁর স্বামী অভিনেতা জামালউদ্দিন হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন। এই দম্পতির কানাডা প্রবাসী ছেলে তাশফিন হোসেন জানিয়েছেন, রওশন আরা এখন ছেলের বাড়িতে আছেন। তিনি পারকিনসনস রোগে ভুগছেন দুই বছরের বেশি সময় ধরে। রওশন আরা হোসেন চলতে ফিরতে পারেন না, এমনকি ভালো করে কথাও বলতে পারেন না।

অভিনয়শিল্পী রওশন আরা হোসেন ও তাঁর স্বামী অভিনয়শিল্পী জামালউদ্দিন হোসেন একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। প্রায় পনেরো বছর হলো এই দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কদিন আগে তাঁরা কানাডার ক্যালগিরিতে বেড়াতে গিয়েছেন ছেলে তাশফিন হোসেনের কাছে। সেখানেই গত ১৮ সেপ্টেম্বর বুধবার অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জামালউদ্দিন হোসেন। গত সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।

জামাল উদ্দিন হোসেন ও রওশন আরা হোসেন একসঙ্গে কাজ করেছেন মঞ্চনাটকে, টিভি নাটকে। কাজের সুবাদেই দুজনের পরিচয়। ১৯৭৫ সালে বিয়ে করে সংসার গড়েন তাঁরা। ১৯৭৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্যাঙ্গনের হয়ে কাজ করেছেন। এরপর ১৯৯৭ সালে তাঁরা গড়ে তোলেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নামের নাটকের দল।

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়