হোম > বিনোদন > টেলিভিশন

চ্যানেল আইয়ে আজ থেকে সালাহউদ্দিন লাভলুর ‘আপন মানুষ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘আপন মানুষ’ ধারাবাহিকের দৃশ্য। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

চ্যানেল আইয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আপন মানুষ’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। মোট ৮৩ পর্বের ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। আপন মানুষ রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম, নিবেদন করেছে সিটি গ্রুপ।

নির্মাতা জানিয়েছেন, আপন মানুষ নিছক একটি প্রেমের গল্পের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এ ধারাবাহিকে ফুটে উঠেছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প আর আপন মানুষকে খুঁজে পাওয়ার গল্প। ভরপুর কমেডি এবং জীবনের নানা টানাপোড়েনের কাহিনি দিয়ে সাজানো হয়েছে ধারাবাহিকটি।

সালাহউদ্দিন লাভলু বলেন, ‘জীবন-জীবিকার তগিদে মানুষ এখন ভীষণ রকম ব্যস্ত। এই ব্যস্ত জীবনে একটু বিনোদনের আশা নিয়েই টিভি দেখতে বসে মানুষ। তাই চেষ্টা করেছি নির্মল বিনোদনের মধ্য দিয়ে একটি সুন্দর গল্পের নাটক তৈরি করতে। আমার বিশ্বাস, দর্শকের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আপন মানুষের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দী টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ। ধারাবাহিকের প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে প্রচারিত হওয়ার পর চ্যানেল আই ইউটিউবে আপলোড করা হবে।

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান