হোম > বিনোদন > টেলিভিশন

পর্দা নামল যাত্রাপালা নিবন্ধন উৎসবের, আজীবন সম্মাননা পেলেন আনোয়ার হোসেন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রা দলগুলোকে নিয়ে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালনের কারণে নির্ধারিত সময়ে শেষ করা যায়নি উৎসব। গতকাল সমাপনী আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল মাসব্যাপী যাত্রাপালা নিবন্ধন উৎসবের। এ উপলক্ষে বেলা ৩টায় যাত্রাশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নগর পরিভ্রমণের। এতে বিভিন্ন দলের যাত্রাশিল্পীরা তাঁদের অভিনীত চরিত্রের পোশাক পরে পরিভ্রমণে অংশ নেন। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারও শিল্পকলায় এসে শেষ হয় এই পরিভ্রমণ।

নগর পরিভ্রমণে অংশ নেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়েত হোসেন, যাত্রা মালিক সমিতির সভাপতি সোহেল হায়দার জসীম, যাত্রা পালাকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ মজিদ, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের ঢাকা মহানগরের সভাপতি মো. তানসেন মিয়া, উপদেষ্টা মো. সালাউদ্দিন সেলিম, বাংলাদেশ জাতীয় যাত্রাশিল্পী পরিষদের সভাপতি কাজল মিয়াসহ অনেকে।

নগর পরিভ্রমণ শেষে সন্ধ্যা ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। অনুষ্ঠানে যাত্রাশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষীয়ান যাত্রাশিল্পী আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা স্মারক দেওয়া হয়। শিল্পীর হাতে স্মারক তুলে দেন সংস্কৃতি উপদেষ্টা।

সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করে যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পালাকার এম এ মজিদ, নির্দেশনায় তানভীর নাহিদ খান। এই যাত্রাপালাটি আগামী মার্চ মাসে দেশের ৬৪টি জেলায় মঞ্চায়ন করা হবে।

নতুন করে মঞ্চে আসছে ‘দর্পণে শরৎশশী’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান