হোম > বিনোদন > টেলিভিশন

বাজারে গিয়ে ছবি এঁকে প্রতিবাদ জানালেন ভাবনা

‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’—নারী দিবস উপলক্ষে এই বার্তা দিয়েছিল একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এ নিয়ে বেশ তর্কবিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পক্ষে-বিপক্ষে অনেকেই নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এবার এর প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভাবনা লেখেন, ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ ছবিগুলোতে ভাবনাকে একটি বাজারে ছবি আঁকতে দেখা যায়। 

বাজারে গিয়ে ভাবনার আঁকা ছবিটিতে একটি ‘পদ্ম ফুলের ওপর একজন অন্তঃসত্ত্বা নারী’র অবয়ব দেখা যায়। এর মাধ্যমে নারীর সৌন্দর্য ও মাতৃত্ব ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিনেত্রী। 

ছবিগুলোতে অনেকেই মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সময়োপযোগী প্রতিবাদ। অনেক অনেক শুভকামনা আপু।’ আরেকজন লেখেন, ‘অসাধারণ উদ্যোগ।’ 

উল্লেখ্য, অভিনেত্রী ভাবনা চিত্রশিল্পী, কবি ও নৃত্যশিল্পী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি একটি পোয়েট্রিক্যাল ফিল্ম উপহার দিয়েছেন তিনি,

যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন।

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’

আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’

বড়দিনের ছুটিতে বটতলার ‘রাইজ অ্যান্ড শাইন’ নাটকের দুই প্রদর্শনী

‘ইত্যাদি’র নতুন পর্ব এবার চুয়াডাঙ্গায়

‘মহাশূন্যে সাইকেল’ নাটকের চার দিনে সাত প্রদর্শনী