হোম > বিনোদন > টেলিভিশন

গ্যাংস্টার পাপ্পি ভাই হয়ে আসছেন মোশাররফ করিম

গ্যাংস্টার পাপ্পি ভাই হয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। অভিনয় করেছেন নতুন নাটক ‘গ্যাংস্টারের বিয়ে’তে। পাপ্পি ভাইয়ের বিয়েকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে নাটকটির গল্প। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি বানিয়েছেন মাইদুল রাকিব।

গল্পে দেখা যাবে, পাপ্পি ভাই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তার নামে সবাই থরথর করে কাঁপে। কিন্তু সেই গ্যাংস্টারের মনে অনেক দুঃখ। কারণ সে তার মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। মৃত্যুর আগে তার মা বলেছিল, ‘পাপ্পি বাবা, আর যাই করিস বংশ রক্ষাটা করিস। একটা সুশীলা মেয়েকে বিয়ে করিস।’ কিন্তু বিয়েটাই হয়ে উঠছে না পাপ্পি ভাইয়ের।

নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘অবশেষে পাপ্পি ভাই একজন সুশীলা পাত্রী খুঁজে পান। নাম মিতু। ধুমধাম করে বিয়েও করেন। বিয়ের পর স্ত্রী মিতু সম্পর্কে পাপ্পি ভাই জানতে পারেন এক বিস্ময়কর তথ্য।’

‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকে মোশাররফ করিমের স্ত্রী মিতুর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ঈদে ‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকটি দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

নতুন করে মঞ্চে আসছে ‘দর্পণে শরৎশশী’

প্রাচ্যনাট স্কুলের সমাপনী প্রযোজনা মামুনুর রশীদের ‘গিনিপিগ’

তাহসানের উপস্থাপনায় শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ: সিজন ২’

রাজধানীর তিন ভেন্যুতে ‘দ্য হিউম্যান ভয়েস’-এর চার প্রদর্শনী

মোশাররফ ও নীলা জুটির ঈদের নাটক

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান